Information presented below:
শ্রীপৎ সিং কলেজের ১st সেমেস্টার ২০২৩ এর ভর্তি প্রক্রিয়ার প্রথম প্রভিশনাল লিস্ট বেরোবে রবিবার অর্থাৎ ১৬/০৭/২০২৩ -বেলা 3.00 p.m. । যদি কিছু আপনাদের প্রদান করা তথ্য পরিবর্তন করতে হয় সেটি ১৭/০৭/২০২৩ বৈকাল ৪ ঘটিকার মধ্যে পরিবর্তন করে নিতে হবে। তারপর আর কোনো তথ্য পরিবর্তন করার সুযোগ পাবেন না।

মেরিট লিস্ট তৈরির পদ্ধতি :-

শ্রীপৎ সিং কলেজের সব Major Subject এ Merit List এর Merit Point তৈরি হবে উনিভার্সিটির নিয়ম অনানুযায়ী best four subjects এর aggregate + Major Subject or related subject এর Total অনুসারে। শুধুমাত্র Physical Education Subject এর Merit Point হবে best four এর aggregate উপর।
RULES FOR ADMISSION TO THE FOUR-YEAR UG COURSES (2023-2024) (1).pdf

যারা এই কলেজে Admission নেবে তাদের প্রত‍্যেকে জানানো যাইতেছে যে Admission এর পর Admission Form download করে Verification of Documents এর সময় কলেজে অবশ‍্য ই আনতে হবে। সঙ্গে আরো আনতে হবে Admission Challan, Madhyamik Admit, H.S. Marksheet, Cast Certificate ( SC/ST/OBC-A/OBC-B/ PwD/EwS etc.) এর সবের Original ও এককপি zerox. Verification এর Date College website ও Admission Portal এ জানিয়ে দেওয়া হবে ।
*** যেসব Applicants এর Application form এ Merit point এর সঙ্গে Provisional Merit List এর Merit point মিলবে না তারা পুনরায় login করে Application form টি আবার download করে print করে নেবেন। তাহলে দেখবেন মিলে যাবে।
Merit List >> Science >> OBC B >> Choose Course

Select Course

B.SC. Mathematics Major  B.SC. Physics Major  B.SC. Chemistry Major  B.SC. Botany Major  B.SC. Zoology Major  B.SC. Environmental Science Major  B.SC. Molecular Biology & BioTechnology Major  B.SC. Economics Major  B.SC. Geography Major  B.Sc. Computer Science Major