Information presented below:
শ্রীপৎ সিং কলেজের ১st সেমেস্টার ২০২৩ এর ভর্তি প্রক্রিয়ার প্রথম প্রভিশনাল লিস্ট বেরোবে রবিবার অর্থাৎ ১৬/০৭/২০২৩ -বেলা 3.00 p.m. । যদি কিছু আপনাদের প্রদান করা তথ্য পরিবর্তন করতে হয় সেটি ১৭/০৭/২০২৩ বৈকাল ৪ ঘটিকার মধ্যে পরিবর্তন করে নিতে হবে। তারপর আর কোনো তথ্য পরিবর্তন করার সুযোগ পাবেন না।

মেরিট লিস্ট তৈরির পদ্ধতি :-

শ্রীপৎ সিং কলেজের সব Major Subject এ Merit List এর Merit Point তৈরি হবে উনিভার্সিটির নিয়ম অনানুযায়ী best four subjects এর aggregate + Major Subject or related subject এর Total অনুসারে। শুধুমাত্র Physical Education Subject এর Merit Point হবে best four এর aggregate উপর।
RULES FOR ADMISSION TO THE FOUR-YEAR UG COURSES (2023-2024) (1).pdf

যারা এই কলেজে Admission নেবে তাদের প্রত‍্যেকে জানানো যাইতেছে যে Admission এর পর Admission Form download করে Verification of Documents এর সময় কলেজে অবশ‍্য ই আনতে হবে। সঙ্গে আরো আনতে হবে Admission Challan, Madhyamik Admit, H.S. Marksheet, Cast Certificate ( SC/ST/OBC-A/OBC-B/ PwD/EwS etc.) এর সবের Original ও এককপি zerox. Verification এর Date College website ও Admission Portal এ জানিয়ে দেওয়া হবে ।
*** যেসব Applicants এর Application form এ Merit point এর সঙ্গে Provisional Merit List এর Merit point মিলবে না তারা পুনরায় login করে Application form টি আবার download করে print করে নেবেন। তাহলে দেখবেন মিলে যাবে।